মৌলভীবাজারে অন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান-জনশক্তি অফিস ও জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যলয় থেকে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে একদিনের প্রবাসী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রে বুলবুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানবীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শামসুল হক, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (আইসিটি শাখা, শিক্ষা ও কল্যাণ শাখা, অভিযোগ ও তথ্য শাখা এবং পর্যটন সেল) শাওন মজুমদার সুমন, জেলা কর্মসংস্থান অফিসার মোশারফ হোসেন প্রমুখ। মেলায় অংশ গ্রহনকরী সবাইকে সমাননা পত্র প্রদান করা হয়।