মৌলভীবাজারে আলোচিত ভাবি হত্যাকান্ডে ঘাতক দেবর আটক
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে কারিমা বেগম (৩৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করে তার দেবর মঞ্জু মিয়া (৫০),কে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ১৬ জানুয়ারি বিকেলে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগান বাজারে ভাবি কারিমা বেগমকে তার দেবর মঞ্জুর মিয়া ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কারিমা বেগমকে মৃত ঘোষণা করেন। এঘটনায় নিহত কারিমার ভাই আব্দুস সাত্তার বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন জানান, গোপন সোর্স এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল রাতে হত্যাকান্ডের আসামি মঞ্জুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।