শনিবার, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

 অসহায় বৃদ্ধা মায়ের একটি হুইল চেয়ারের আকুতি

 অসহায় বৃদ্ধা মায়ের একটি হুইল চেয়ারের আকুতি
গাইবান্ধা প্রতিনিধিঃ “মানুষ মানুষের জন্য’ জীবন জীবনের জন্য’ একটু সহানুভূতি কি’ মানুষ দিতে পারে না”
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার অন্তগত ছোট শিমুলতলা গ্রামের মৃত-নয়া মিয়ার স্ত্রী খুকি মাই (৯০) একটি হুইল চেয়ারের আকুতি জানিয়েছেন।
১৭ ফেব্রুয়ারী সোমবার সরেজমিনে গিয়ে জানাযায় খুকি মাই দীর্ঘদিন ধরে পা এবং কোমর ভেঙে বিছানায় শয্যাশায়ী হয়ে পড়ে আছেন। কাঁতরে কাঁতরে কান্না জড়িত কন্ঠে কথা বলছেন আমার সাথে। তার খাওয়া দাওয়া প্রসাব,পায়খানা, সবকিছুই যেন বিছানায়। খুকি মাই’য়ের তিন ছেলে মেয়ে থাকলেও তাদের অভাবের সংসারে তাদেরই দিনপাত চলে না। চিকিৎসা খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন তারা। খুকি মাই’য়ের বড় মেয়ে বলেন, মায়ের জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করলে মায়ের চলাফেরা ও বাইরের আলো দেখার জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বানদের কাছে একটি হুইল চেয়ারের আবেদন জানিয়েছেন খুকির পরিবারসহ এলাকাবাসী।
ছোট শিমুলতলা গ্রামের সমাজসেবক আমিজুল ইসলাম বলেন খুকি মাইকে আমি চিনি ও জানি তিনি খুবই একজন ভালো মানুষ। গত কয়েক মাস আগে,পরে গিয়ে তার একটি পা ও কোমর ভেঙে যায়। তার ছেলেদের অভাবের সংসারে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। তার জন্য একটি হুইল চেয়ারের খুবই প্রয়োজন।
প্রতিবেশী বাবু মিয়া বলেন অসহায় খুকি মাই দীর্ঘদিন ধরে পা এবং কোমর ভেঁঙে বিছানায় পরে আছেন। তিনি খুবই কষ্টে জীবন যাপন করছেন। কোন সামাজিক সংগঠন,সমাজের বিত্তবান ব্যক্তি, বা কোন সরকারী দপ্তর তার জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করলে তিনি মরার আগে একটু হলেও শান্তি পেতেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন