শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে রফিকুল মাস্টার সভাপতি নির্বাচিত

জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির নির্বাচনে রফিকুল মাস্টার সভাপতি নির্বাচিত
 পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতি-২০২৫ সালের নির্বাচন গত ৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় সমিতির অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
শুরুতে সভাপতি নির্বাচনে প্রস্তাবনা উপস্থাপন করেন নির্বাচন কমিশনার সভায় ২জনের নাম প্রস্তাব হলে সরাসরি ভোটের মাধ্যমে তা নির্ধারণ করা হয়।
এতে জেলার বিভিন্ন এলাকার পরিচালকবৃন্দের গোপন ব্যালটের মাধ্যমে পাঁচবিবি উপজেলার নওদা গ্রামের কৃতি সন্তান রফিকুল ইসলাম মাস্টার সভাপতি পদে নির্বাচিত হন।
এ নির্বাচনে অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন জেলা পল্লী বিদ্যুৎ সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক ‌।
জয়পুরহাট পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার আবু উমাম এর সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন ডেপুটি ডাইরেক্টর রাজীব দাস ও জহুরুল ইসলাম।
শেষে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও ডিজিএম নবনির্বাচিত সভাপতিকে বোর্ড পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এ সময় জেলার বিভিন্ন উপজেলার বিদ্যুতের কর্মকর্তা,সুধীজন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকসহ বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন