রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

সান্তাহারে পুরস্কার বিতরণ, সম্বর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

সান্তাহারে পুরস্কার বিতরণ, সম্বর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের যুব সমাজের আয়োজনে নাইট শর্টবার ফুটবল টুর্ণামেন্টে এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ, নবনির্বাচিত সান্তাহার প্রেসক্লাবের সভাপতি-সাধারণ সম্পাদককে সম্বর্ধনা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রাত ১০ টায় সান্দিড়া যুব সমাজের সভাপতি আলম সরদারের সভাপতিত্ব অনুষ্ঠিত ফাইনাল ফুটবল টুর্ণামেন্ট খেলার পুরস্কার বিতরণের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক, ডিজিএম গ্রুপের চেয়ারম্যান ও সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রাশেদুল ইসলাম রাজা, সান্দিড়া ষ্টার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আজম নয়ন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন জোয়ারদার, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, ইউপি সদস্য ফেরদৌস রহমান, সংরক্ষিত মহিলা সদস্য মোমেনা বেওয়া স্বপ্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল কালাম আজাদ, আলিম হোসেন শাহ, খোরশেদ আলম, গুলজার হোসেন, এমদাদুল হোসেন,মোরশেদ আলম প্রমুখ। আলোচনা শেষে প্রেসক্লাবের নব নিবাচিত সভাপতি তোফায়েল হোসেন লিটন ও সাধারণ সম্পাদক সাগর খানকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক ক্রেস প্রদান এবং ফুটবল খেলার ফাইনাল বিজয়ী দল ডিপি কিংস সান্দিড়া দক্ষিণপাড়াকে ট্রফি ও নগদ টাকা তুলে দেয় অনুষ্ঠানের প্রধান অতিথি মোতালেব হোসেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন