শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সান্তাহারে মরহুম শাহ্ মোঃ এমদাদুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নে মরহুম শাহ্ মোঃ এমদাদুল হক স্মৃতি ছাতনী-ঢেকড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে ছাতনী যুব সমাজের আয়োজনে ছাতনী-ঢেকড়া স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী উপলক্ষে আলোচনা সভায় আদমদীঘি উপজেলা বিএনপির ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক শাহ্ মিলন মোঃ নওশাদুল হকের সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক নয়ন আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি কামরুল ইসলাম মধু, বগুড়া জেলা মহিলা দলের সহ- সাধারন সম্পাদক এইচ এম মুক্তা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সমাজসেবক শাহ্ মোঃ এরশাদুল হক পিন্টু, ঢাকায় কর্মরত এলজিইডি কর্মকর্তা শাহ্ মোঃ নাসিমুল হক টগর, বগুড়ায় কর্মরত এলজিইডি কর্মকর্তা ইঞ্জি: শাহ্ মোঃ শহিদুল ইসলাম, সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন বিএনপির ৮নং ওয়ার্ডের সভাপতি মোয়াজ্জেম হোসেন খাঁন, সাধারণ সম্পাদক মুকুল হোসেন, যুবদল নেতা ফারুক হোসেন জিকো, শাহ্ মো: এমরান সুমন, নাজিমুল হক দোলন, শাহ্ মো: ইমন, ছাতনী যুব সমাজের সাজ্জাদ, হাসান, সুমন, হাবিব প্রমুখ। আলোচনা শেষে ফাইনাল খেলার বিজয়ী দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি আব্দুল মহিত তালুকদার।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন