শুক্রবার, ২১শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মৌলভীবাজারের শিক্ষামূলক সংগঠন থার্স্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের শিক্ষামূলক সংগঠন থার্স্ট ফর নলেজের মেধা যাচাই পরীক্ষার পুরস্কার বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন ‘থার্স্ট ফর নলেজ’ আয়োজিত জেলা ব্যাপি মেধা যাচাই পরীক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার ৮ ফেব্রুয়ারি দূপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বদরুন নাহার, প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন।
থার্স্ট ফর নলেজের সভাপতি বকসী মিসবাহ্ উর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, মৌলভীবাজার সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মনসুর আলমগীর, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ ড. আবু ইউসুফ মোঃ শেরউজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের হিসাব বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মোঃ শরিফুর রহমান, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন।
থার্স্ট ফর নলেজ এর সাধারণ সম্পাদক মাওলানা বশির আহমদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অভিবাবক প্রতিনিধি মোতাহের হোসেন ভুঁইয়া ও শিক্ষার্থী প্রতিনিধি উওরা রায়।
পরে অতিথিরা মেধা যাচাই পরীক্ষায় উত্তির্ণ ১৩১ জনকে নগদ ১ লক্ষ ৫৬ হাজার টাকা ও শিক্ষা উপকরণ বাবৎ আরও ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা, সম্মাননা স্মারক এবং সার্টিফিকেট প্রদান করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন