সোমবার, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে ৪৮ রোগীর মাঝে ২৪ লাখ টাকার চেক ও হুইল চেয়ার বিতরণ

পার্বতীপুরে ৪৮ রোগীর মাঝে ২৪ লাখ টাকার চেক ও হুইল চেয়ার বিতরণ

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক :

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত ৪৮ রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদানের চেক এবং ১৩ জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা ১টায় উপজেলা সমাজসেবা গোল চত্বরে এই চেক বিতরণ করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) খালিদ বিন মনসুর।
পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় জানান, সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্টনী প্রকল্পের আওতায় উপজেলার ৪৮ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ২৪ লাখ টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ১৩ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। তিনি আরও বলেন, একজন অসহায় দরিদ্র মানুষের জন্য ৫০ হাজার টাকা অনেক কিছু। এই টাকা একজন অসহায় মানুষের চিকিৎসা ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখতে পারে।

 

*** এমএন/এমপি ***

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন