বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন শীর্ষক কর্মশালা

পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন শীর্ষক কর্মশালা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তদের অধীনে “পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারী ইনষ্টিটিউশন (পিবিজিএসআই)” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো:আব্দুস শহীদ।
পারফমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস(পিবিজিএসআই) স্কিমের উদ্দেশ্য, স্কিমের অধীনে বিভিন্ন পুরস্কার, অনুদান বিষয়ে অবহিতকরণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সম্পর্কে দিক নির্দেশনামূলক বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন সভাপতিত্বে বিশেষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব প্রমূখ। এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন