শ্রীমঙ্গলে এতিম ও বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল


মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এতিম ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল এর আয়োজন করেছেন কাতার প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী মো. ছায়েদ আলী।
বৃহস্পতিবার (২০ মার্চ) উপজেলার সাতগাঁও চৌমুহনায় শ্রীমঙ্গল শহরের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল ইন রিসোর্ট ও সাদি মহল কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী কাতার প্রবাসী সমাজসেবক মো. ছায়েদ আলী কতৃক আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মো. ইয়াকুব আলী।
এছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান লেমন গ্রুপের চেয়ারম্যান ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম মিয়া, শ্রীমঙ্গল শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও কদর আলী বাণিজ্য লোয়ের স্বত্বাধিকারী বিশিষ্ট সমাজসেবক মো. কদর আলী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক তারেক খন্দকার, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমদাদুল হক, মো. আবুল মিয়া, আব্দুর রহিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার আজাদ, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মীর এম এ সালাম, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য টিটু দাস, বিএনপি নেতা ফারুক আহমেদ, যুবদল নেতা ও তরুণ সমাজসেবক মো. মুরাদ হোসেন সুমন, ছাত্রদল নেতা ও তরুণ সমাজসেবক মোশাররফ হোসেন রাজ প্রমুখ।