পাঁচবিবিতে ধরঞ্জী ওয়ার্ড জামায়াতের সাধারণ সভা অনুষ্ঠিত


পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: কেন্দ্রীয় ঘোষিত দাওয়াতী পক্ষ কর্মসূচির অংশ হিসেবে পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ৫ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে এ সভায় সভাপতিত্ব করেন ৫ নাম্বার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আসাদুজ্জামান বাবু।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি তার বক্তব্যে বলেন, “ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের ঈমানী দায়িত্ব। জামায়াতে ইসলামী সেই দায়িত্ব পালন করে যাচ্ছে দৃঢ়তা ও নিষ্ঠার সঙ্গে। আজকের এই দাওয়াতী পক্ষ কর্মসূচি ইসলামী আন্দোলনকে জনমানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার একটি ঐতিহাসিক প্রয়াস।”
তিনি আরও বলেন,বর্তমান সংকটময় সময়ে জাতির মুক্তির একমাত্র পথ হলো ইসলামী আদর্শের প্রতিষ্ঠা। জামায়াতে ইসলামী সেই মহান লক্ষ্য অর্জনে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় কাজ করে যাচ্ছে। দাওয়াতের মাধ্যমে মানুষের মন ও সমাজের পরিবর্তনই আমাদের মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার,উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সভাপতি মোঃ আলতাফ হোসেন মাষ্টার,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাজেদুর রহমান সরকার সাজু।
অনুষ্ঠানে এছারাও আরও বক্তব্য রাখেন
উপজেলা শ্রমিককল্যান ফেডারেশনের সাবেক সহ-সভাপতি মোঃ শফিকুল আলম কলম,ধরঞ্জী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ মাজেদুল ইসলাম,ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি ডাঃ মোঃ মাহাবুবুর রহমান,ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ খুরশিদ আলম, ইউনিয়ন পেশাজীবী বিভাগের সভাপতি হাবিবুর রহমান হাবিব সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত সাধারণ সভায় দলে দলে মানুষ জামায়াতে ইসলামীতে যোগ দেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে শরিক হওয়ার অঙ্গীকার করেন। বক্তারা ইসলামী রাষ্ট্রব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের শান্তি, ন্যায়ের প্রতিষ্ঠা ও মানুষের মুক্তির জন্য দাওয়াতী কার্যক্রমকে বেগবান করার আহ্বান জানান।