শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কালচারাল একাডেমিতে দু’দিনব্যাপী গারো সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালচারাল একাডেমিতে দু’দিনব্যাপী গারো সাংস্কৃতিক প্রতিযোগিতা

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: ‘‘আমার সংস্কৃতি- আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে নেত্রকোণা দুর্গাপুরে শুরু হয়েছে দু’দিনব্যাপী গারো সম্প্রদায়ের শিার্থীদের প্রতিভা অন্বেষণে সাংস্কৃতিক প্রতিযোগিতা । বিরিশিরি ুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এ প্রতিযোগিতার আয়োজন করে। শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে শনিবার সন্ধ্যায় প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা সমাপ্ত হবে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত গারো সম্পদ্রায়ের শিার্থীরা নাচ ও গান প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এরসভাপতিত্বে সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সাবেক প্রধান শিক একেএম ইয়াহিয়া, একাডেমির সাবেক পরিচালক স্বপন হাজং, সাবেক পৌর মেয়র শ ম জয়নাল আবেদীন, থানা ওসি শিবিরুল ইসলাম, পৌর কাউন্সিল এস এম কামরুল হাসান জনি, লেখক ও গবেষক যাদু রিছিল, প্রতিরোধযোদ্ধা গিলবার্ট চিসিম ,আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক ডোনাল্ড হাউ, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সভাপতি এফ এন আলম, মিডিয়া ব্যক্তিত্ব তুষার বাবু, কবি দুনিয়া মামুন প্রমুখ।
এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন ভফরিদ জাম্বিল, সান্তনা রাংসা ও বিমনা রেমা।
একাডেমি’র পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জনগোষ্ঠীর সংস্কৃতি রায় কাজ করে যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোণা জেলায় আদিবাসী সম্প্রদায়ের নানা জন-গোষ্ঠীর বসবাস। ওই জনগোষ্ঠীর সংস্কৃতি রায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কাজ করে যাচ্ছে বিরিশিরি ুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। সরকারের এই কাজকে বাস্তবায়ন ও সফল করে তুলতে সকল সংস্কৃতি সেবীদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন