মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

হিলি প্রতিনিধি: দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রথম দিনেই ভারতীয় ২ টি ট্রাকে ৪০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করছেন এন আলম ট্রেডাস নামে প্রতিষ্ঠান।
হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন জানান,গত ১৬ মার্চ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে যায়। সরকার পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান করায় আজ সোমবার বিকেলে সাড়ে ৫ টায় এন আলম ইমপোর্ট আমদানিকারক প্রতিষ্ঠান ২ টি ট্রাকে ৪০ মে: টন পেঁয়াজ ভারত থেকে আমদানি করেছে।১৫০ থেকে ২০০ ডলারে পেঁয়াজ আমদানি করা হচ্ছে। এতে প্রতিকেজি আমদানিকৃত পেয়াজ ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি করা হবে।
হিলি স্থলবন্দরের উপ-সহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী জানান,হিলি স্থলবন্দর দিয়ে ৩০ হাজার মে: টন পেঁয়াজ আমদানি অনুমতি পেয়েছে ১৪ টি আমদানিকারক প্রতিষ্ঠান।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন