মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উলিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

উলিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
উ‌লিপুর,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৭০০পিস ইয়াবাসহ আশরাফুল সরকার(৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালীর আলগা গ্রামের জালাল সরকারের পুত্র।
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে বেগমগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালাডোবা গ্রামের চিনা ক্ষেত থেকে ৭০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আশরাফুল সরকারকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার(৬ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল আশরাফুল। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন