উলিপুরে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুল্যান্স চালু
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নবাসীর জন্য অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছেন ইউপি চেয়ারম্যান মােখলেছুর রহমান। নির্বাচনী প্রতিশ্রতি অংশ হিসাবে চেয়ারম্যান নিজস্ব অর্থায়েন অ্যাম্বুল্যান্সটি উপহার দেন তিনি।
গরীব ও অসহায় মানুষের চিকিৎসা সেবার জন্য ফ্রি সার্ভিস অ্যাম্বুল্যান্সটির উদ্বােধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযােদ্ধা গােলাম হােসেন মন্টু।
শুক্রবার সকাল ১১টায় তবকপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গােলাম কিবরিয়া রাজুর সভাপতিত্ব আলাচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবিদ বিন হােসাইন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু, দপ্তর সম্পাদক শাহিনুর আলমগীর,পরিবার পরিকল্পনার পরিদর্শক গোলাম ফারুক তবকপুর প্রমূখ। এ সময় ওই ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।
তবকপুর ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান মােখলেছুর রহমান বলেন, ইউপি নির্বাচনের সময় আমি জনগণকে দেয়া প্রতিশ্রতি অনুয়ায়ী সাধ্যমত একটি অ্যাম্বুল্যান্স দিতে পেরেছি। আশা করি আমার ইউনিয়নের অসহায় মানুষজন উপকৃত হবেন