বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পার্বতীপুরে এক সাথে ৪ টি বাছুরের জন্ম

পার্বতীপুরে এক সাথে ৪ টি বাছুরের জন্ম

মুক্তিনিউজ২৪.কম ডেস্কঃ

একটি দু”টি নয় এক সাথে ৪ টি বাছুরের জন্ম দিয়েছে রমজানের গাভী। আজ রবিবার সকাল ১০ টার দিকে বাছুর ৪টি প্রসব করে হলেস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভীটি। একটি এঁড়ে বাছুর হলেও তিনটিই বকনা। রমজান আলীর বাড়ী চন্ডিপুর ইউনিয়নের জাহানাবাদ দাঁড়ারপাড় গ্রামে। বাছুর গুলো দেখতে উৎসুক জনতা তার বাড়ীতে ভীড় করছে।
রমজান আলী বলেন, আড়াইলাখ টাকা মূল্যের তার গাভীটি প্রথম বছরে একটা বকনা বাছুর প্রসব করে ছিল। এবার তার ভাগ্য খুলে গেছে। সকাল ১০ টায় একটা এঁড়ে রাছুর প্রসব করে। পরে সাড়ে ১১ টার দিকে পরপর আরো ৩ টি বকনা বাছুর জন্ম হয়। ঘটনাটি আমার ভাবনারও বাইরে ছিল।
পার্বতীপুর উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান বলেন, গাভীর সাধারনত এক থেকে দুটি বাছুর জন্ম নেয়। তবে ৪ টি বাছুর প্রসব হওয়া বিরল ঘটনা। দিনাজপুর জেলায় আগে এমন ঘটনা ঘটেনি। বর্তমানে গাভী ও বাছুর ৪টি সুস্থ্য আছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন