মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফকিরহাটে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ফকিরহাটে বৃদ্ধের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণির এক শিশুশিার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আ. হামিদ শেখ (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে। উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। পুলিশ গতকাল শনিবার (১৭ জুন) শিশুটিকে ডাক্তারি পরীার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মৌভোগ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বিজন সরকার মামলার সংপ্তি বিবরণে জানান, বুধবার (১৪ জুন) বিকেল ৪টার দিকে ওই শিশু বাড়ির পাশে অন্য শিশুদের সাথে খেলছিল। এসময় একই এলাকার আ. হামিদ শেখ ওরফে ছোট নামের ৬০ বছর বয়সী এক ব্যক্তি শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে একটি ঘরে ডেকে নিয়ে যান। এরপর শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত আ. হামিদ শেখ পলাতক রয়েছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, ভিকটিমের ডাক্তারি পরীার জন্য শনিবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন