রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

লালপুরে বৃক্ষরোপন অভিযান ও রচনা প্রতিযোগিতা

লালপুরে বৃক্ষরোপন অভিযান ও রচনা প্রতিযোগিতা

 

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে বৃক্ষরোপন অভিযান ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। লালপুরের স্থানীয় কাজিপাড়া তারণ্যের আলো ছাত্র কল্যাণ সংস্থার উদ্যোগে মঙ্গলবার (২৭ জুন) সকালে কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাজীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হাবিবার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে ১৫০টি বিভিন্ন জাতের আম ও বনজ গাছের চারা বিতরণ ও অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনর রশিদ পাপ্পু। প্রধান অতিথি হারুনর রশিদ পাপ্পু তার বক্তব্যে বলেন, শিার্থীদের শুধু উচ্চশিা নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিার্থীদের গুণগত মানের শিায় শিতি করতে হবে। শিা েেত্র শুধু মুখস্থ বিদ্যা দিয়ে দেশের ভবিষ্যত প্রজন্মের যেন সর্বনাশ করা না হয়। বর্তমান সমাজকে রা করতে জন্মের পর থেকেই একটি শিশুকে নৈতিক শিায় শিতি করে গড়ে তুলতে হবে। রা করতে হবে দেশকে। বাড়াতে হবে সচেতনতা। রাষ্ট্রের সবাইকেই এগিয়ে আসতে হবে অনৈতিকতা ও অশ্লীলতামুক্ত পরিবেশ তৈরিতে। সমাজের সবাই মিলে যৌথ প্রচেষ্টায় নিজের ঘর থেকেই নৈতিক শিা চর্চার মাধ্যমেই শুধু একটি সুন্দর ও শাস্তিপূর্ণ দেশ গড়ে তোলা সম্ভব।ভবিষ্যত জীবন মানে শুধু উচ্চ শিা নেওয়া নয়। শিার মাধ্যমে যেন বিবেক বুদ্ধি প্রতিষ্ঠা পায়, নৈতিক শিা নেওয়া হয় সেদিকেও নজর দিতে হবে।’
এসময় বিশেষ অতিথি ছিলেন লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালাম, ঈশ^রদী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন লুল, কাজীপাড়া তারণ্যের আলো ছাত্র কল্যাণ সংস্থার সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সোহলে রানাপ্রমুখ।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন