বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উৎপাদন বন্ধ

বড়পুকুরিয়া কয়লা খনির কয়লা উৎপাদন বন্ধ

মনারুল ইসলাম মিন্টু : দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া খনির কয়লা উত্তোলন বন্ধ রয়েছে। খনির ভূ-গর্ভের ১৩০৬ ফেইজ থেকে গত ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত ৫ লাখ ৫০ হাজার মে.টন কয়লা উত্তোলন করা হয়েছে। পিডিবির নিকট কোল ইয়ার্ডে প্রায় ১ লাখ ২০ হাজার মে. টন কয়লা মজুদ রয়েছে। বর্তমানে নতুন ১১১৩ নম্বর ফেজ থেকে কয়লার উৎপাদন শুরুর প্রস্তুতি চলছে। এ নতুন ফেইজে ৩ লাখ মে. টন কয়লা মজুদ রয়েছে। খনি সুত্র জানায়, বন্ধ হয়ে যাওয়া ১৩০৬ নম্বর ফেজে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১১১৩ নম্বর ফেজে স্থাপন করে পুনরায় কয়লা উত্তোলন শুরু করতে আগামী মে মাসের মাঝামাঝি সময় লাগতে পারে। বন্ধ হয়ে যাওয়া ১৩০৬ নম্বর কোল ফেইজ থেকে গত বছরের ২৭ জুলাই কয়লা উত্তোলন শুরু ছিল।
এ ব্যাপারে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: সাইফুল ইসলাম সরকার বলেন, কয়লা উৎপাদন বন্ধ একটি স্বাভাবিক প্রক্রিয়া। সব প্রস্তুতি শেষ করে আগামী মে মাসের মাঝামাঝি সময়ে নতুন ১১১৩ নম্বর ফেজ থেকে কয়লা উত্তোলন শুরু করা সম্ভব হবে। এছাড়া এ সময়ে ব্যবহৃত যন্ত্রপাতি পরীা-নিরীা করে ক্রটি-বিচ্যুতি ধরা পড়লে মেরামতের জন্য বাড়তি সময়ের প্রয়োজন হয়। এ জন্য কয়লার উৎপাদন সাময়িক বন্ধ থাকে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন