উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের উলিপুর থানা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসব মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন উপল্েয পৌর শহরের প্রধান প্রধান সড়ক পোষ্টার, ব্যানারে ছেয়ে যায়। শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির ১৩টি পদের বিপরীতে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। গত বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। মোট ভোটার ২ হাজার ৬৪ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ৬৩ জন ও মহিলা ভোটার একজন। ভোটাধিকার প্রদান করেন ১ হাজার ৫’শ ২০ জন। ভোট গণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষনা করেন, উলিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক ও নির্বাচনের প্রিসাইডিং অফিসার ফিরোজ আলম মন্ডল। এতে সভাপতি পদে মঞ্জু মিয়া, সহ-সভাপতি পদে গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক পদে নূর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক পদে মমিনুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক পদে মিন্টু মিয়া, কোষাধ্য পদে শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে সাদেক আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ধর্ম বিষয়ক সম্পাদক আশরাফ আলী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), ক্রীড়া সম্পাদক পদে আলম মিয়া, প্রচার সম্পাদক পদে সহিদুল ইসলাম, কার্যকরী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাবলু খাঁন, নজির হোসেন ও রাজু মিয়া।