শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

চিরিরবন্দরে ১২০০ দরিদ্র ও শীতার্ত মানুষ পেল শীতবস্ত্র

চিরিরবন্দরে ১২০০ দরিদ্র ও শীতার্ত মানুষ পেল শীতবস্ত্র

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : শীতার্ত মানুষদের উষ্ণতার পরশ দিতে দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউনিয়নের দরিদ্র ও শীতার্ত ১ হাজার ২০০ জন মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন গ্রীনল্যান্ড ব্লগ এন্ড টাইলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম রফিকুল ইসলাম (রফিক)।  গতকাল ৩ ফেব্রুয়ারি শনিবার উপজেলার আলোকডিহি ইউপির গ্রীনল্যান্ড ব্লগ এন্ড টাইলস ইন্ডাস্ট্রিজ চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে মো. শফিকুল আলম শাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ কে এম শরীফুল হক। প্রধান অতিথি এ কে এম শরীফুল হক বলেন, প্রচন্ড শীতের মধ্যে একটি উষ্ণতার পরশ ফুটিয়ে দেয়ার জন্যইই এ আয়োজন। গ্রীনল্যান্ডকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। উপজেলার সকল ব্যবসায়ী গুরুত্বারোপ করলে এ অঞ্চলে তীব্র শীতে মানুষ কষ্ট পাবে না।  গ্রীনল্যান্ড ব্লগ এন্ড টাইলস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এম রফিকুল ইসলাম (রফিক) বলেন, শীতার্ত মানুষের শরীরে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে? এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে একটু সুখ। অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব ‘মানুষ মানুষের জন্য’। শীতবস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়। তাদের পাশে দাঁড়ানোও নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে আলোকডিহি ইউনিয়নের সকল সুবিধাবঞ্চিত মানুষের জন্য কাজ করে জাবো ইনশাল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সহকারী কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা,  থানা অফিসার ইনচার্জ(ওসি) আবুল হাসানাত খান, দশমাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। এসময় মোহাম্মদ আইয়ুব আলী, মো. আব্দুল মজিদ, সাংবাদিকসহ বিভিন্ন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন