রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে ॥

ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে ॥

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে। ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা হলেন, বারাইপাড়া জয়নগর গ্রামের মো সোহাগ ইসলাম, কয়লাখনি পার্বতীপুরের সোহেল রানা, ফুলবাড়ী বিজিবি ক্যাম্প এলাকার জুয়েল রানা জিম, ভাগুলপুর নবাবগঞ্জ এর মোছাঃ রাজিয়া বেগম, মাদিলাহাট ফুলবাড়ীর মোকছেদুল ইসলাম, আটপুকুর ফুলবাড়ীর মাহাফুজ আলম, আফতাবগঞ্জ নবাবগঞ্জ এর সুমন, সজনপুকুর ফুলবাড়ীর তানভীর, চিলাপাড়া ভাগুলপুর নবাবগঞ্জ এর নাজমিন। তারা সকলে ডেঙ্গু আক্রান্ত হওয়ায় ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. মশিউর রহমান জানান, জরুরী ভিত্তিতে ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। যারা ডেঙ্গুতে আক্রান্ত হবেন তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার সার্বক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স এর সকল ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী দেরকে সার্বিক বিষয়ে তদারক করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত প্রত্যেক রোগীকে পরিচর্যা করা হচ্ছে। তিনি আরও জানান, চিকিৎসা ক্ষেত্রে আমাদের কারো কোন গাফলতি নেই। এটা রাষ্ট্রের দায়িত্ব পালন করছি। এছাড়া সাধারণ কোন রোগী চিকিৎসা নিতে এসে হয়রানি যাতে না হয় সে জন্য আমরা প্রত্যেকটি রোগীর প্রতি সজাগ দৃষ্টি রাখছি।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন