শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনায় জিপিএ ৫- পেয়েছে ১০৩ জন

হোমনায় জিপিএ ৫- পেয়েছে ১০৩ জন

মো.কামাল হোসেন,হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
সদ্য প্রকাশিত এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় হোমনা উপজেলায় মোট জিপিএ -৫ পেয়েছে ১০৩ জন। উপজেলায় পাশের হার শতকরা ৮১.৭৭ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিা অফিস সুত্রে জানা যায়, এসএসসিতে ১৭ টি বিদ্যালয়ে মোট পরীার্থী ছিল ১৮১৬ জন এর মধ্যে পাশ করেছে ১৫১২ জন, জিপিএ-৫ পেয়েছে ৮৫ জন,পাশের হার শতকরা ৮৩.২৬ ভাগ। এর মধ্যে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ ২৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়। দাখিলের ৮ টি মাদরাসায় মোট পরীার্থী ৩৪৩ জন,পাশ করেছে ২২১ জন,পাশের হার শতকরা ৬৪. ৪৩ ভাগ।এসএসসি (ভোকেশনাল) ২ টি বিদ্যালয়ের মোট পরীার্থী ১২৬ জন,পাশ করেছে ১২৩ জন,জিপিএ-৫ পেয়েছে ১৮ জন, পাশের হার শতকরা ৯৭.৬২ ভাগ। জানা গেছে, এবার কুমিল্লা বোর্ডে পাশের হার ৭৮.৪২ ভাগ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন,ফলাফল মোটামুটি ভালো হয়েছে। তবে আরো ভালো করার চেষ্ট করতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন