রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

নড়াইলে নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা

নড়াইলে নারী ও শিশু প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় শীর্ষক অবহিতকরণ সভা

ফরহাদ খান, নড়াইল

নড়াইলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা (২০১৩-২০২৫) বাস্তবায়ানে জেলা এনসিটিএফের করণীয় শীর্ষক’ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) নড়াইল জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।

এনসিটিএফ জেলা শাখার সভাপতি নাহিদ খসরু ঐতিহ্যের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান, সহকারী কমিশনার রাকিবুল ইসলাম ও শিবু দাশ, ডাক্তার আসিফ আকবর, পুলিশ কর্মকর্তা এস কে সাইদ, জেলা মাধমিক শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্তী, শহর সমাজসেবা অফিসার সুজা উদ্দিন ও নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাহিদা আহম্মেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিটিএফ জেলা শাখার সহ-সভাপতি খাদিজা বিনতে খালেদা ও চাইল্ড পার্লামেন্ট মেম্বার কাজী নাফিউল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-আরআরএফ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন বীণা, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের নড়াইল জেলা প্রতিনিধি (ইয়ূথ মেন্টর) সবুজ সুলতান, এনসিটিএফ জেলা শাখার সাধারণ সম্পাদক আয়শা হুমায়রা মীম, সাংগঠনিক সম্পাদক সামিউল মৃধাসহ ২০ শিশু সদস্য এবং পাঁচজন ইয়ূথ মেন্টর সদস্য।

বক্তারা বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শিশুশ্রম, নির্যাতন, বাল্যবিয়ে প্রতিরোধ, যৌন হয়রানিসহ বিভিন্ন ধরণের হয়রানি বন্ধ করতে হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন