শনিবার, ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থা রক্ষার্থে মতবিনিময় সভা

পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমূখী উন্নয়ন সংস্থা রক্ষার্থে মতবিনিময় সভা

মোস্তাকিম হোসেন,পাঁচবিবি(জয়পুরহাট)সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার জমি রার্থে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার বিকেলে উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই আদিবাসী একাডেমি প্রাঙ্গনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আদিবাসী সচেতন কমিটির আহবায়ক প্রভাষক সুর্দশন সরকার।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব সুব্রত কুজুর,কার্যকারী সদস্য বিধান সিং ও দীনেশ মিঞ্জি, কাশিনাথ মাহাতো,সুশীল প্রিয় ভিু, নিপেন মাহাতো, লগেন হাসঁদা, লুইস সরেন, কার্তিক মালোসহ উপজেলার ৮টি ইউনিয়নের আদিবাসী নেতারা।
সভায় বক্তারা বলেন, উপজেলা আদিবাসী বহুমুখী উন্নয়ন সংস্থার জমি আত্বসাথের উদ্যেশে কেউ বিক্রয় করতে পারবে না। কোন কুচক্রী মহল আদাবাসীদের জীবনমান্নোয়নের সম্পতি যেন বিক্রয় করতে না পারে এজন্য সবাইকে সজাগ থাকার আহব্বান জানান আদিবাসী নেতারা।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন