সোমবার, ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী

মো. কামাল হোসেন, হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার হোমনাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী। গতকাল বুধবার সকাল ৯টায় বঙ্গভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি এ ঘোষণা দেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২২ হাজার ১০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে হোমনা উপজেলার অবশিষ্ট ৩৩টি পরিবারের মাঝে দলিলপত্র বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে হোমনা ভূমিহীন-গৃহহীনমুক্ত হলো। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের ১২৩টি উপজেলাকে ভূীমহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন। এর মধ্যে হোমনাসহ কুমিল্লার ৬টি উপজেলাকেও ভূমিহনি-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীর এ অনুষ্ঠানটি হোমনা উপজেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে উপজেলাবাসীর জন্য প্রজেক্টরের মাধ্যমে প্রচার করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিমা আহমাদ। ইউএনও ক্ষেমালিকা চাকমার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, সহকারী কমিশনার (ভূমী) ইউছুফ হাসান,ওসি জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। যাচাই বাছাই করে হোমনা উপজেলায় মোট ২১৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে চিহ্নিত করা হয়। এর আগে তিন ধাপে ১৮৫টি পরিবারকে দলিলপত্রসহ ভূমি ও গৃহ বুঝিয়ে দেওয়া হয়েছিল। গতকাল বাকী ৩৩টি পরিবারকে দলিলপত্রসহ ভূমি ও গৃহ বুঝিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোমনাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন