নড়াইলে শতাধিক ছাদ বাগানীর মাঝে ফুল ও সবজির বীজ চারা বিতরণ
ফরহাদ খান, নড়াইল
নড়াইলে শতাধিক ছাদ বাগানীর মাঝে ফুল ও সবজির বীজ চারা বিতরণ করা হয়েছে। ‘দেশ বিদেশের শখের বাগান’ গ্রুপের উদ্যোগে শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে নড়াইল ডিসি পার্কে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রবাসী লিটন হোসেনের সহযোগিতায় ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কারপ্রাপ্ত ছাদ বাগানী তনিমা আফরিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়। বিশেষ অতিথি ছিলেন-সদর উপজেলা কৃষি অফিসার রোকনুজ্জামান ও বাংলাদেশ ছাদ বাগানী সম্বন্বয়কারী প্রকৌশলী গোলাম হায়দার। বক্তারা বলেন, বর্তমানে দেশে নগরায়নের ফলে দিন দিন সবুজ-শ্যামল পরিবেশ হারিয়ে যাচ্ছে। এ অভাব পূরণে ১৯৮০ সালের দিকে সর্বপ্রথম ঢাকায় ছাদবাগানের কার্যক্রম শুরু হয়। যা বর্তমানে দেশের সব শহরে ছড়িয়ে পড়েছে। দেশে সবুজ-শ্যামল পরিবেশ ফিরিয়ে আনতে ছাদবাগানে আরো মনোযোগী হতে হবে।