শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে দিনভর বৃষ্টিতে জনজীবন ব্যাহত

শ্রীমঙ্গলে দিনভর বৃষ্টিতে জনজীবন ব্যাহত

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : সাগরে নিম্নচাপের কারণে বৃহস্পতিবার রাত দুইটা থেকে শ্রীমঙ্গলে বৃষ্টি হচ্ছে। অবিরাম বৃষ্টির ফলে সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। বৃষ্টির কারণে আলুসহ সবজির ক্ষতির সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে। বৃষ্টির ফলে শ্রীমঙ্গলে মানুষের চলাচল ছিল খুবই কম। তবে সড়কে যানবাহনের চলাচল ছিল। বিরামহীন বৃষ্টিতে মানুষের সাধারন জীবনযাত্রায় ছন্দপতন ঘটে। বৃহস্পতিবার সকাল থেকেই শ্রীমঙ্গলের আকাশ মেঘে আচ্ছন্য ছিল। সারাদিন সুর্যের দেখা মেলেনি। স্থানীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া পর্যবেক্ষক বিভলু চন্দ্র দাস জানান, বৃহস্পতিবার রাত দুইটা থেকে শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত শ্রীমঙ্গলে ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, বৃষ্টিতে আমন ধানের কোন ক্ষতি হবে না। কারন ধান পেকে গেছে। কাটাও শুরু হয়ে গেছে। তিনি বলেন, বৃষ্টিতে আলুসহ সবজির কিছু ক্ষতির সম্ভাবনা রয়েছে।  নাম প্রকাশে অনিচ্ছুক চা শিল্প সংশ্লিষ্ট একটি সুত্র জানায়, শীত সমাগত। এই সময় সাধারণত মাটি শুস্ক হয়ে যায়। মাটিতে ‘ময়েশ্চার কনটেন্ট’  এর পরিমান কমে যায়। ফলে নভেম্বর- ডিসেম্বর মাসে চা গাছের ফলনও কসে যায়। তাই এ বৃষ্টির ফলে চা- বাগানে ফলন বাড়বে এবং এ বৃষ্টি চা শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  শুক্রবার বিকেল সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখার সময় শ্রীমঙ্গলে অবিরাম বৃষ্টি হচ্ছিল।

 

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন