শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

বিশ্ব পরিবেশ দিবসে পার্বতীপুরে আলোচনা সভা, বৃক্ষ রোপণ ৫০ শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে গাছের চারা বিতরণ

বিশ্ব পরিবেশ দিবসে পার্বতীপুরে আলোচনা সভা, বৃক্ষ রোপণ ৫০ শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে গাছের চারা বিতরণ

মোনারুল ইসলাম মিন্টু: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা, পুরস্কার বিতরন, বৃক্ষ রোপণ ও ৫০ শিক্ষা প্রতিষ্ঠানে মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্লাষ্টিক দূষণ সমাধানে সামিল হই সকলে/ সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাষ্টিক দূষণ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ সোমবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ ইসমাঈল।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক। বিশেষ অতিথি ছিলেন, পার্বতীপুর পৌর মো: আমজাদ হোসেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: মাহামাদুল হাসান ও পার্বতীপুর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ দীপেশ চন্দ্র রায় সিংহ ও ল্যাম্ব হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা এনোস সরেন প্রমুখ। আলোচনা সভার আগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করা হয়। পরে ফুলকুড়ি স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ শেষে উপজেলা চত্বরে ৫০ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ১০ করে বনজ-ফলজ-ভেষজ মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে সন্ধ্যে ৭টা ৩৫ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ‘সচেতনতা মূলক নাটিকা’ পরিবেশিত হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন