শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

কলাপাড়ায় শিকারীদের কাছ থেকে উদ্ধার হলো পরিযায়ী জলচর পাখি ‘কালোমাথা কাস্তেচরা’

কলাপাড়ায় শিকারীদের কাছ থেকে উদ্ধার হলো পরিযায়ী জলচর পাখি ‘কালোমাথা কাস্তেচরা’

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শিকারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পরিযায়ী জলচর পাখি কালোমাথা কাস্তেচরা।

বৃহস্পতিবার বিকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নীলগঞ্জ খেয়াঘাট কলাপাড়া এ্যানিমাল লাভারস সংগঠনের সদস্যরা বাংলাদেশে বিরল প্রজাতির এ পাখিটি উদ্ধার করে।

এসংগঠনের সদস্যরা জানান, আন্ধারমানিক নদীর চরে বিচরণ করার সময় শিকারীদল পাখিটি ফাঁদে ফেলে আটক করে।

পাখিটি লম্বায় প্রায় ৭২ সেন্টিমিটার এবং ঠোঁট ২০ সেন্টিমিটার। ওজন প্রায় এক কেজি। লম্বা গলা, পা ও ঠোঁটের অধিকারী পাখিদের মধ্যে কাস্তেচরার রঙ পুরো সাদা। কেবল গলা থেকে ঠোঁট কালো এবং ঠোঁট লম্বা এবং নিচে বাঁকানো। এ পাখিটিকে ‘কাঁচিচোরা’ পাখিও বলে। যার ইংরেজি নাম Black-headed Ibis এবং বৈজ্ঞানিক নাম Threskiornis melanocephalus। জলচর অন্য পাখির মতো এ পাখিটিকে সচরাচর দেখা যায় না। বাংলাদেশে এ পাখিটি ‘দুর্লভ পাখি’ হিসেবে তালিকাভুক্ত।

কলাপাড়া এ্যানিমাল লাভারস সংগঠনের সদস্য বায়েজিদ মুন্সী জানান, শিকারীদের ফাঁদে পড়ে পাখিটা কিছুটা অসুস্থ্য। তাই বন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বিরল এ পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পাখিটা সুস্থ্য হলে বনে অবমুক্ত করা হবে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন