বোচাগঞ্জে আগুনে ৩ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাধীন ৫নং ওয়ার্ড ধনতলা দাফাদারপাড়ার মরহুম আরিফ আলীর বাড়ীতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাড়ীর ৩টি পরিবারের ৮টি পাকা ঘর ও খামারের প্রায় তিনশত মুরগী মুহুর্তে আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে সেতাবগঞ্জ ফায়াস সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করলেও আগুনের হাত থেকে রক্ষা হয়নি কোন কিছ্ইু। উক্ত পরিবারের সদস্য মোঃ লোকমান হোসেন ও মোঃ লাভলু জানান, গত ২৬ জানুয়ারি শুক্রবার দিবগত রাত প্রায় ১টার দিকে প্রতিদিনের ন্যায় খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। পাশের বাড়ীর লোকজনের ডাকাডাকিতে তাদের ঘুম ভেঙ্গে দেখতে পায় পুরো বাড়ী আগুনে ঘিরে ফেলেছে। কোন মতে বাড়ীর ১১ জন সদস্যকে জলন্ত বাড়ী থেকে বেড় করতে পারলেও মূল্যবান আসবাসপত্র ও মালামাল বের করা সম্ভব হয়নি। বাড়ীর ভিতরে থাকা মুরগীর খামারের প্রায় ৩ শত মুরগি আগুনে পুড়ে কয়লা হয়ে যায়। ধারনা করা যাচ্ছে যে, বৈদ্যতিক সোর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হতে পারে। আগুনের ঘটনায় ৩টি পরিবারের ২৫/৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবী করেন মোঃ লোকমান হোসেন। এই খবর পেয়ে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ডালিম সরকার ও বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী শনিবার বিকাল ৩টায় ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষনিক উপজেলা আওয়ামী লীগ ৩টি পরিবারকে নগদ ৩০ হাজার টাকা, শাড়ী ও লুঙ্গী, কম্বল প্রদান করেন। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারকে রাত্রী যাপন করার জন্য ৪ বান্ড টিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এছাড়াও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত পরিবারদের সাথে কুশল বিনিময় করে তাদের পুনর্বাসনের আশ^াস প্রদান করেন