বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

৭১ এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

৭১ এর পরাজিত শক্তিকে প্রতিহত করতে নতুন প্রজন্মদের মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করতে হবে -হুইপ ইকবালুর রহিম এমপি

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ঃ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ বাঙালি জাতির সার্বজনীন এক উৎসবের নাম। অভূতপূর্ব সংস্কৃতিক জাগরণের দিন পহেলা বৈশাখ। পুরনো দিনের বেদনা-অপ্রাপ্তি-আক্ষেপ ভুলে অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষণার দিন।পহেলা বৈশাখের দিকে তাকালে বাঙালি তার মুখছবি দেখতে পায়।
৭১ এর পরাজিত শক্তিরা এখনও তৎপর। তারা বিভিন সময় ষড়যন্ত্র করছে। বাংলাদেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করতে চায়। তাদের প্রতিহত করতে নতুন প্রজন্মকে বাঙালির চেতনা শেখাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে বাঙালিয়ানাকে জাগ্রত রেখেই আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা ভাষা ও বাংলার সংস্কৃতিকে প্রতিষ্ঠিত করতেই স্বাধীনতা, জাতীয় সংগীত ও জাতীয় পতাকার জন্য জীবনের ১৪ টি বছর কারাগারে কাটিয়েছেন। দু’বার ফাঁসির মঞ্চে গেছেন। সেই স্বাধীন বাংলাদেশের বাঙ্গালী জাতি পৃথিবীর বুকে আজ মাথা উচুঁ করে দাড়িয়েছে। বাঙ্গালী জাতির এই প্রাণের উৎসবকে আরও প্রাণবন্ধ করার জন্য নববর্ষের উৎসব ভাতা প্রদান করেছেন বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪ এপ্রিল শুক্রবার পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও বৈশাখী উৎসব পরিষদের সহযোগিতায় আলোচনাসভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এসব কথা বলেন।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের উপ-সচিব মারার্জি দেশাই বর্মন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মমিনুল করিম, দিনাজপুর সিভিল সার্জন ডাঃ বোরহান উল ইসলাম সিদ্দিকী, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, ডিডি এলজি মোঃ মাখলেছুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক তারিকুন বেগম লাবুন, সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু প্রমুখ।
এর আগে পহেলা বৈশাখ ১৪৩০ উপলক্ষে দিনাজপুর একাডেমী চত্বরে জেলা প্রশাসন ও বৈশাখী উৎসব পরিষদের আয়োজনে প্রভাত ফেরির উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, দিনাজপুর বৈশাখী উৎসব পরিষদের আহবায়ক মোঃ সফিকুল হক ছুটু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব সুলতান কামাল উদ্দিন বাচ্চুসহ অন্যান্য অতিথিবৃন্দ। জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার শিল্পীরা বৈশাখের প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন