খানসামায় ৫২তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ
এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “খেলাধুলায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় ৫২তম শীতকালীন জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৪ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ জানুয়ারী) বিকেলে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে খানসামা সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলাণ চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, প্রমূখ।