ঈদের ছুটি শেষে ফিরে আশুলিয়ায় ট্রাকচাপায় দম্পতি নিহত
মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় এক দম্পতি নিহত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে আশুলিয়ার বিশমাইল-জিরাবো আঞ্চলিক সড়কের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন– নাটোর জেলার সিংড়া থানার পুঁতিমারা গ্রামের আব্দুর রহমানের ছেলে দেলোয়ার (৩২) ও তার স্ত্রী হাসি বেগম (২৮)। তারা রাতুল নামে একটি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।পুলিশ জানায়, ওই দম্পতি ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দিতে নাটোর থেকে সাভারে এসেছিলেন। তারা সাভারের বিশমাইল এলাকায় বাস থেকে নেমে একটি ইজিবাইকে করে জিরাবোর উদ্দেশে রওনা হন। পথে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সামনে পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাক ওই ইজিবাইকে চাপা দেয়। এতে ওই দম্পতি গুরুতর আহত হন। পরে পথচারীরা গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য জিরাবো পিএমকে হাসপাতালে নিয়ে যান। জিরাবো পিএমকে হাসপাতালের চিকিৎসক মোস্তফা জানান, রাতে সড়ক দুর্ঘটনার শিকার দুই জনকে হাসপাতালে আনা হয়েছিল। আনার পথেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মরদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।