রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

সংবাদ শিরোনামঃ

কলাপাড়া হাসপাতালে কলেরা  ও খাবার স্যালাইন বিতরণ।।

কলাপাড়া হাসপাতালে কলেরা  ও খাবার স্যালাইন বিতরণ।।

কলাপাড়া প্রতিনিধি ।।

ঘূর্ণিঝড় মোখার পর পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করে বেড়েছে ডায়রিয়া ও কলেরা  রোগের প্রাদুর্ভাব।  এ কারণে হাসপাতালে দেখা দিয়েছে খাবার ও  ডাইরিয়া স্যালাইন সংকট। তাই সংকট নিরসনে  রোগীদের দ্রুত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে  হাসপাতালে কলেরা ও খাবার স্যালাইন বিতরণ করেছে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান।

শুক্রবার সকাল ১১ টায় হাসপাতাল মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. চিন্ময় হাওলাদারের হাতে আনুষ্ঠানিকভাবে এক হাজার কলেরা স্যালাইন ও আট হাজার ৪৩৩ পিস  খাবার স্যালাইন তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, কলাপাড়া পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নাসির উদ্দিন, হাসপাতালের আবাসিক মেডিকেল  অফিসার ডা. জেএইচ খান লেনিন, প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবিরসহ     চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন