সোমবার, ২০শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

পাঁচবিবিতে শশুর জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

পাঁচবিবিতে শশুর জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
 পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এ এবার আপন শ্বশুর-জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন ও ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ ২১ এপ্রিল রবিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা বলে জানান পাঁচবিবি নির্বাচন অফিস। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে পাঁচবিবি উপজেলা পরিষদের এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন,জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও আয়মারসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল আলম বেনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক সুমন চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, শহীদ জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় সদস্য শাহ কামাল রাসেলের স্ত্রী ও শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবী সাবেকুন নাহার শিখা।এদের মধ্যে আবু বকর ছিদ্দিক মন্ডল ও সুমন চৌধুরী আপন শ্বশুর জামাই বলে জানিয়েছেন স্থানীয়রা । তবে একই পদে আপন শ্বশুর জামাই প্রতিদ্বন্ধিতা করায় বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহল সৃষ্টি হয়েছে ।
এদিকে, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামীলীগের (প্রস্তাবিত কমিটি) যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল ও কুসুম্বা ইউপির সাবেক সদস্য অহিদুজ্জামান চৌধুরী অহিদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, জেলা পরিষদের সাবেক সদস্য রেবেকা সুলতানা, তামান্না বেগম ও মৌসুমী আকতার।ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪-২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭-২৯ এপ্রিল, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল । প্রতীক বরাদ্দ ২ মে এবং ভোটগ্রহণ হবে ২১ মে। উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ জানান, উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪ হাজার ৬৪৬ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ২ হাজার ৬১৮ জন, পুরুষ ভোটার ১ লক্ষ ২ হাজার ২৫ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৩ জন ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন