শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

হবিগঞ্জে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আটক ১

হবিগঞ্জে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে আটক ১

মুক্তিনিউজ২৪ ডট কম ডেস্ক : প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে রামপ্রসাদ চন্দ্র শীল (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। হবিগঞ্জে পুলিশ সুপার ও জেলা প্রশাসক কার্যালয়সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। রামপ্রসাদ জেলার আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের পিযুস চন্দ্র শীলের ছেলে। সে মৌলভীবাজার জেলার রাজনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে কর্মরত রয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় হবিগঞ্জ পুলিশ সুপার আক্তার হোসেন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ সুপার আক্তার হোসেন জানান, রামপ্রসাদ দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি  প্রকাশ করে প্রতারণা করে আসছিল। সম্প্রতি সে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয় ও জেলা প্রশাসক কার্যালয়ের ভুয়া লোকবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কয়েকজন চাকুরি প্রত্যাশীর কাছ থেকে অর্থ আত্মসাৎ করে। বিষয়টি নিয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা হয়। এরপর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাজনগর থেকে তাকে গ্রেপ্তার করে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন