শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

মানিকগঞ্জ শিবালয়ে তীব্র তাপদাহে জনস্বাস্থ্য রক্ষায় সুপেয় পানির ট্যাংক স্থাপন।

মানিকগঞ্জ শিবালয়ে তীব্র তাপদাহে জনস্বাস্থ্য রক্ষায় সুপেয় পানির ট্যাংক স্থাপন।
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপদাহে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষায় উপজেলা প্রশাসন ও  জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে সুপেয় খাবার পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে। উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে বিশেষ করে আরিচা লঞ্চ ঘাট, পাটুরিয়া লঞ্চ ঘাট এ ছাড়াও টেপড়া, উথলী, বরংগাইল বাসস্ট্যান্ড ও উপজেলা পরিষদে সুপেয় পানির ট্যাংকি স্থাপন করা হয়। ২৯ এপ্রিল সোমবার সকালে পানির ট্যাংক উদ্বোধন করেন শিবালয় উপজেলা নিবার্হী অফিসার মোঃ বেলাল হোসেন। এ সময় তিনি  বলেন, তীব্র তাপদাহে সাধারণ যাত্রী ও জনসাধারণের মধ্যে একটু স্বস্তি দিতে অস্থায়ী সুপেয় পানির ব্যবস্থা চালু করা হয়েছে। কেননা চলমান তাপদাহে সারাদেশে অধিকাংশ মানুষের মধ্যে হিটস্ট্রোকের মত মারাত্মক ব্যাধি ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে।  সেই সাথে বেড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি। এ থেকে সচেতন হতে এবং এ সকল সমস্যা গুলো দূরীকরণের লক্ষ্যে উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে সুপেয় পানির ব্যবস্থা চালু করা হলো। শিবালয় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: দবিরুল ইসলাম বলেন, প্রধান প্রকৌশলী স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের সহয়তায় সুপেয় পানির ট্যাংকি স্থাপন করা হয়েছে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন