শুক্রবার, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রাজারহাটে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজির ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে ১৪মে মঙ্গলবার সকাল ১১ঃ০০ঘটিকায়  রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ইউএনওর কার্যালয়ে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল সিএজি এর ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী তিন দিন ব্যাপী আলোচনা সভার বিশেষ সেবা কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। সমাপনী অনুষ্ঠানের আলোচনায় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আরফানুল আলমের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম প্রধান অতিথির বক্তব্যে ওয়ান স্টপ সার্ভিস সেবা প্রাপ্তি সুনিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার হিসাবরক্ষণ বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। উন্নয়নের জন্য সুশাসন যেমন সুশাসনের জন্য নিরীক্ষা তেমন এই প্রতিপাদ্য উল্লেখ করে সবার জন্য সুশাসন নিশ্চিত করার কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন জনগনের সম্পদ সুষ্ঠু ব্যবহার ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগনের সেবা দোড় গড়ায় পৌনছে দিতে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল বদ্ধ পরিকর। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ট্রেজারি কর্মকর্তা আরফানুল আলম,উপজেলা পঃপঃ কর্মকর্তা ডা: মিজানুর রহমান,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান,মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম পি আই ও আসাদুজ্জামান প্রমুখ।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন