রবিবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

উপজেলা পরিষদ নির্বাচন: শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিজয়ী হলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচন: শ্রীমঙ্গল ও কমলগঞ্জে বিজয়ী হলেন যারা
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচনে ভানুলাল রায় দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রাজু দেব রিটন ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাজেরা খাতুন। বুধবার (২৯ মে) অনুষ্টিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলা  নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিস থেকে ৮৭টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফল অনুযায়ি ৪২ হাজার ৬৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান ভানুলাল রায়। তাঁর নিকটতম প্রতিদ্বদ্ধী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আছকির মিয়া (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৬ হাজার ৮৭৬ ভোট। ভাইস চেয়ারম্যান পদে (তালা) প্রতীক নিয়ে রাজু দেব রিটন পেয়েছেন ৫৮ হাজার ৭৬০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী লিটন আহমেদ (টিউব ওয়েল) প্রতীক নিয়ে পেয়েছেন ২০ হাজার ৯৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে  হাজেরা খাতুন (হাঁস) প্রতীক নিয়ে ৫০ হাজার ৭৩৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটকম প্রতিদ্বন্ধী মিতালী দত্ত (পদ্মফুল) প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪ হাজার ৫০১ ভোট। এছাড়াও  কমলগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভাইস চেয়ারম্যান এম এ ওহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম বিজয়ী হয়েছেন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসার কর্তৃক ঘোষিত ফলাফলে কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির ছোট ভাই কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল (মোটরসাইকেল) প্রতীক ৪৬ হাজার ৬শ ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান (আনারস) প্রতীক ৩০ হাজার ৭শ ১২ ভোট পেয়েছেন। ৩য় হয়েছেন গীতা রানী কানু (ঘোড়া) প্রতীক ২ হাজার ৭শ ৩২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে  মো. আব্দুল ওহাব (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক ৩৯ হাজার ৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী নিরঞ্জন দেব (মাইক) ১৪ হাজার ৯শ ৬১ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম  (পদ্মফুল)  ৪১ হাজার ৬৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী মুন্না দেব রায় (ফুটবল) প্রতীক ভোট পেয়েছেন ৩৫ হাজার ৯শ ৮১ ভোট।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন