শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

মেশিনের সাহায্যে ধানের চারা রোপন

মেশিনের সাহায্যে ধানের চারা রোপন
দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরে জমিতে রাইস ট্রান্স প্লান্টারের মেশিনের সাহায্যে ধানের রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে।  ৬ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার ৫ নং শশরা ইউপির ভবাইনগর এলাকায় ৫০ একর জমিতে এই কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ নূরুজ্জামান বলেন রাইস ট্রান্স প্লান্টার মেশিনের সাহায্যে ধানের চারা রোপন পদ্ধতি  সহজ ও লাভজনক। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা হবে আধুনিক কৃষি। প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করে স্মার্ট কৃষক হবে। সমলয়ের মাধ্যমে ধান চাষাবাদ করলে সময় ও অর্থ খরচ কম হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, ৫ নং শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (পিপি) মোঃ মাহবুব রশিদ, কৃষি প্রকৌশলী মোঃ আবু সামস বদরুদ্দোজা। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো: আবু বোরহান। এছাড়াও উক্ত স্থানে উত্তরণ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এর একটি মেশিন প্রদর্শন করা হয়। এই মেশিনের মাধ্যমে মেশিনে বসেই জমিতে ধানের চারা রোপন করা যাবে।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন