পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তা সড়ক দুর্ঘটনায় নিহত
সোহেল সানী: দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক (ইলেক্ট্রো-মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং) ও (সিভিল ইঞ্জিনিয়ারিং) অতিরিক্ত দায়িত্বরত প্রকৌশলী মোঃ জোবায়ের আলী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী-রংপুর আঞ্চলিক মহাসড়কের নাগেরহাট স্থানে এ দুর্ঘটনা ঘটে। ডিজিএম জোবায়ের আলীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড, বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এবং কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। ডিজিএম জোবায়ের আলী রংপুর থেকে মোটরসাইকেল যোগে কয়লা খনিতে আসার পথে রংপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের বদরগঞ্জ উপজেলার নাগেরহাট স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ব্রীজের পিলারের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম সরকার ও বড়পুকুরিয়া কোল মাইন অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি খান মোঃ জাফর সাদিক মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) ও সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম ব্যবস্থাপক (ডিসিএন্ডএম) পৃথক পৃথক ভাবে শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার বেলা ২টা ৪৫ মিনিটে বড়পুকুরিা কয়লা খনিতে নামাজের প্রথম জানাযা শেষে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।