ফুলবাড়ীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা’র ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাশ্রমে ফুলবাড়ী খামারের বাজার থেকে ধরলা সেতু পর্যন্ত এক কিলোমিটার সড়কের খানাখন্দ ইট ভাটার রাবিস দিয়ে সংস্কার করা হয়েছে। শুক্রবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত রাস্তা সংস্কারের এ কর্মসূচি চলে। নাঈম খন্দকারের অর্থায়নে সড়ক সংস্কার কর্মসূচিতে সংস্থাটির উপদেষ্টা ফজলুল হক সরকার, সভাপতি মোশারফ মন্ডল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক প্রলাদ চন্দ্র, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান সহ সদস্যবৃন্দ ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ফুলবাড়ী খামারের বাজার থেকে ধরলা সেতুগামী সড়কটি দীর্ঘ দিন থেকে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই সড়ক দিয়ে ফুলবাড়ী সদর ইউনিয়নের খামারটারী পাঠানটারী কলেজটারী কবিরমামুদ প্রাণকৃষ্ণ গ্রামের কয়েক হাজার মানুষ ধরলা সেতু হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে। জনগুরত্বপূর্ন এ সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও দীর্ঘ দিনে তা সংস্কারের উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। অবশেষে ফুলবাড়ী স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী হয়েছে।