পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ অনুষ্ঠিত
পিরোজপুর প্রতিনিধি : ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের একমাস পূর্ণ হওয়া উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের স্মরণে পিরোজপুরে শহীদি মার্চ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল চারটায় পিরোজপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আন্দোলনে শহীদদের স্মরণে শান্তিপূর্ণ র্যালি করা হয়।
এ উপলক্ষে পুরাতন বাস স্ট্যান্ড বৈষম্য বিরোধী চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের সাধারন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মো মুসাব্বির মাহমুদ সানি, শাহরিয়ার আমীন সাগর, মুইন উদ্দীন, রেদওয়ানুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা। সমাবেশ শেষে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয় এবং এ আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।