বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

শ্রীমঙ্গলে বিনা লাভের দোকানে কমদামে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি

শ্রীমঙ্গলে বিনা লাভের দোকানে কমদামে প্রয়োজনীয় পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি

মৌলভীবাজার প্রতিনিধি:
‘নিত্য প্রয়োজনীয় বিক্রয় কেন্দ্রে’ ভিড় করেছেন ক্রেতারা, যাঁর যাঁর পছন্দ এবং  চাহিদামতো বিভিন্ন ধরনের শাক-সবজি, তেল কিনে নিয়েছেন। কম দামে সব ধরণের পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি।
সোমবার  দুপুর ১টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর  শহরের স্টেশন রোডস্থ মাছ বাজার সংলগ্ন “নিত্য প্রয়োজনীয় পণ্যের বিক্রয় কেন্দ্র”  চালু করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো.মহসিন মিয়া মধু। তিনি নিজেই উপস্থিত হয়ে মানুষের হাতে সুলভমূল্য পন্য তুলে দেন।
এসময় উপস্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, পৌর বিএনপির আহবায়ক মীর এম এ সালাম ও সদস্য সচিব মো.নজরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আলকাস মিয়া, জেলা যুব-দলের সহসভাপতি কাজী আব্দুল গফুর, কাউন্সিলর কাজী আব্দুল করিম, আব্দুল  জব্বার আজাদ, সাবেক কাউন্সিলর  মিল্লাত মিয়াসহ প্রমুখ। অপরদিকে শ্রীমঙ্গল পৌর শহরের কলেজ রোডস্থ জামে মসজিদ সংলগ্ন বিনা লাভের বাজার চালু করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রিকশাচালক রুবেল মিয়া বলেন, বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিক চড়া। স্থানীয় বাজারেই সবজির দাম কেজি প্রতি ২০-৩০ টাকা বেড়েছে। তবে এখানে কম দামে সবজি পেয়ে আমি সবজি কিনেছি। ক্রেতা মিজান মিয়া বলেন, লাউ ৪০ টাকা দিয়ে কিনেছি। ওই লাউ বাজারে ৭০-৮০ টাকা।  একই কথা জানালেন আব্দুল মালেক, তপন বৈদ্য।
বাজারে আসা জসিম মিয়া জানান, অন্য বাজারের তুলনায় ২০ থেকে ৩০ টাকা কমে প্রতিটি পণ্য বিক্রয় করা হচ্ছে। এটা ভালো উদ্যোগ। তবে জানি না কতদিন চলবে এই বিক্রয় কেন্দ্রটি। নিত্য প্রয়োজনীয় বিক্রয় কেন্দ্র ও বিনা লাভের বাজারের দেখা যায়,  নির্ধারিত স্থানে সব ধরণের পণ্য কিনতে  হুমড়ি খেয়ে আছেন অনেক নারী-পুরুষ ক্রেতা। টেবিলের ওপর সাজানো সব ধরণের পণ্য ক্রেতাদের ভিড়ে সড়ক থেকে দেখার উপায় নেই। টেবিলের কাছে দাঁড়িয়ে পছন্দের সবজি কিনছেন। উদ্যোক্তারাই পণ্য বিক্রি করছিলেন। ওজন মাপা হয়ে গেলেই কেউ লাউ আবার কেউ সবজি, আলু সঙ্গে করে ভিড় থেকে বের হয়ে যাচ্ছেন ক্রেতারা। কিছু হয়তো আগে থেকে এই বাজারের কথা জানতেন, অনেকে জানতেন না। পথচারীদের অনেকে ভিড় দেখে খোঁজ নিচ্ছেন, তারপর কিনতে দাঁড়িয়ে পড়ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজারের প্রতিনিধি আব্দুস সালাম জানান, ভোক্তারা যেন ন্যায্যমূল্য থেকে বঞ্চিত না হন, তাই  ভোক্তাদের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা ফুল কপি, লেবু ও শাক বিক্রি করছি। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু বলেন, মানুষের জীবনযাত্রার কষ্ট বাড়লেও ৫ আগস্টের সফল বিপ্লব মানুষের কাছে অর্থহীন মনে হবে। এ অবস্থায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন জনহিতকর কর্মসূচি গ্রহণ করেছে। মানুষ আমাকে ভালবাসে বিধায় আমি এই পৌরসভায় বার বার মেয়র হিসেবে নির্বাচিত হই। ঊর্ধ্বমূল্যের বাজার চাল, ডাল, ডিম, তেল, পেয়াঁজ, রসুন, আলু, বেগুন, শশা, লাউ, কাচামরিচ, শাক-সবজিসহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত  কৃষকের কাছ থেকে কিনে নেয়া কৃষি পণ্য সুলভ মূল্যে “নিত্য প্রয়োজনীয় বিক্রয়  কেন্দ্রে” চালু  করা হয়েছে। এতে পাইকারি বাজার থেকে ভোক্তা পর্যন্ত পণ্যের মূল্যের ব্যবধান কমেছে। মহসিন মিয়া মধু বলেন,  বাজার থেকে দাম তুলনামূলক কম হওয়াতে সব ধরণের পণ্য ঘন্টা-দেড় এক সময়ের মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন