বৃহস্পতিবার, ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

রাজারহাটে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে মৎস্যচাষীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান 

ইব্রাহিম আলম সবুজ রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় মৎস্য দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মাছে ভরবো মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ-
এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজারহাট উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ এর সমাপনী অনুষ্ঠানে র‍্যালি-আলোচনা সভা ও উপজেলার ৩ শ্রেষ্ঠ মৎস্যচাষীদের মাঝে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বুধবার ৩১ জুলাই সকাল ১১ঃ০০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ খাদিজা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, উপজেলা স্বাস্হ্য ও প.প.কর্মকর্তা ডাঃ মোঃ মিজানুর রহমান, ছিনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৎস্যচাষী সাদেকুল হক নুরু,প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস.এ বাবলু ও মৎস্যচাষী সাংবাদিক তৌহিদুর রহমান বেপারী, এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সুবর্ণা, প্রেসক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। শেষে মৎস্যচাষী সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান বিল্পব, সাংবাদিক তৌহিদুর রহমান ব্যাপারী ও মুকুল চন্দ্রকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন