কমলগঞ্জে মোটরনাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রæতগামী মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৯) ডিসেম্বর দুপুর উপজেলার শমশেরগর-মৌলভীবাজার রোডে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, রায়েক তানভির নামের এক যুবক তার বন্ধু জুমান মিয়াকে নিয়ে মুন্সীবাজারের দিকে যাবার সময় মোকামবাজারের ব্র্যাক অফিসের সামনে রাস্তা পারাপারের সময় ওই বৃদ্ধকে থাক্কা দেয়। মোটরনাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান বৃদ্ধ।
খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করে।