বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, যার রেজি নং-৩৬)

খানসামায় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন মাহমুদ আলী এমপি

খানসামায় মৎস্য সপ্তাহের উদ্বোধন করলেন মাহমুদ আলী এমপি

 

মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়ালী যুক্ত হয়ে উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। এর আগে উপজেলার আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহ শুরু হয়।

এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী জেলেদের ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। উপজেলার আত্রাই নদীর মাছ অনেক সুস্বাদু, অপার সম্ভাবনা রয়েছে মৎস্য খাতে। বর্তমানে উপজেলা অনেক এগিয়ে চলছে, উন্নয়নের শেষ নেই।’

এ উপলক্ষে উপজেলায় একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার তাজ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমপি।

নবাগত উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এ সময় উপস্থিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, ওসি চিত্তরঞ্জন রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ, বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ মৎস্য চাষীগণ।

অনুষ্ঠান শেষে উপজেলার সফল মৎস্যজীবীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন