ফুলবাড়ীতে কৃষকদের কাছ থেকে ইরি বোর ধান সংগ্রহের উন্মুক্ত লটারি॥
মোঃ আফজাল হোসেন ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি ।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে গতকাল সোমবার অভ্যন্তরীন ইরি বোর ধান সংগ্রহের কৃষকদের কাছ থেকে উন্মুক্ত লটারীর মাধ্যমে ধান সংগ্রহের উদ্বোধন। এতে সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য শেষে ফিতা কেটে বোর ধান সংগ্রহের উন্মুক্ত লটারীর উদ্বোধন করেন, ফুলবাড়ী উপজেলার সুযোগ্য উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, ফুলবাড়ী উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহমুদ, মাদিলাহাট খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক ও ভার প্রাপ্ত কর্মকর্তা রওশন আলী, উপজেলা চাল কল মালিক সমিতির মোঃ সামসুল মন্ডল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন, ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট মিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, ফুলবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মঈন উদ্দীন। আয়োজনে ছিলেন, উপজেলা ধান সংগ্রহ ও মনিটরিং কমিটি, ফুলবাড়ী, দিনাজপুর।