বুধবার, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ -muktinews24(তথ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধনকৃত, রেজি নং-৩৬)

সদ্য সংবাদ:

পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় প্রেমিক-প্রেমিকা নিহত

পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় প্রেমিক-প্রেমিকা নিহত

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে পিকআপ ভ্যানের (পাম্পচার) ধাক্কায় প্রেমিক তানভির ইসলাম মোহন (২৫) ও প্রেমিকা তাজমিন আক্তার (১৯) মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)’র দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো: জাকির হোসেন মোল্লা।
শুক্রবার দুপুরে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ঝাল্লার মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কাভার্টভ্যানকে (ঢাকা মেট্রো ন-১৩-৯০৩৮) আটক করেছে। তবে, চালক পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার দুপুর ১২ টার দিকে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝ্যাল্লার মোড়ে পৌছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্টভ্যানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের চালক নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কিশমত কামারপুকুর গ্রামের আনারুল ইসলামের ছেলে তানভির ইসলাম মোহন (২৫) এর মৃত্যু হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় তানভিরের প্রেমিকা তাজমিন আক্তার (১৯) কে স্থানীয় একটি ল্যাম্ব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি নীলফামারী জেলার সদর উপজেলার ১৩ নং চড়ুই ডাঙ্গাপাড়া গ্রামের মমতাজ আলীর মেয়ে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো: জাকির হোসেন মোল্লা বলেন, একটি ডিম বোঝাই একটি কাভার্টভ্যানের সামনে চাকা বাষ্প নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাইকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে প্রেমিক মারা যায়। প্রেমিকা সৈয়দপুর ইপিজেড চাকরি করেন। মোটরসাইকেল যোগে শুক্রবার তারা পার্বতীপুরে ঘুরতে আসে। তবে, পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

বিভাগ
শেয়ার করুন

মতামত লিখুন